সংবাদ বিজ্ঞপ্তি:
আইডিয়াল ট্রাস্ট পিইসি মেধাবৃত্তি ২০২২ এ কক্সবাজার জেলার সকল প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি কিন্ডারগার্টেন থেকে ২ হাজার পাঁচশত শিক্ষার্থী অংশ নেয়। এই পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন রামু পাবলিক স্কুলের শিক্ষার্থী মাহিয়া নুর হাসনা মাহী। সে জেলায় কৃতিত্বের সাথে ১ম স্থান অর্জন করে। মাহী মোহাম্মদ হাশেম এবং কোহিনুর আক্তার দম্পতির ২য় কন্যা । বর্তমানে মাহী রামু থানার অন্তর্গত বাঁকখালী উচ্চ বিদ্যালয় এ অধ্যায়নরত। তার এই কৃতিত্বের জন্য বাবা-মা সহ পরিবারের সবাই তার জন্য দোয়া প্রার্থী।
উল্লেখ্য যে, ২৮ জানুয়ারি বিকালে বাংলাবাজারস্থ আইডিয়াল ইন্সটিটিউটে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দীন সার্টিফিকেট, ক্রেস্ট ও সম্মানি বিতরণ করেন।এতে ট্রাস্টের সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা ও আইডিয়াল ইন্সটিটিউটের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।