প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আছারবনিয়া গ্রামের বাসিন্দা মরহুম এজাহার আহমদ কেরানির বড় ছেলে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া গ্রামের বাসিন্দা ও বিশিষ্ট শিক্ষানুরাগী এবং দলিল লিখক সমবায় সমিতির সভাপতি জালাল উদ্দিন আহমেদ কুলকানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারী) দুপুরের নামাজের পর মরহুমের নিজ বাড়িতে রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত এবং সকল অংশগ্রহণকারীদের মাঝে তাবারক বিতরন করার পাশাপাশি মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ইউনূস।
অন্যদিকে, মানসিক রোগীদের তহবিল মারোতের তত্ত্বাবধানে টেকনাফ পৌরসভা ও সাবরাং ইউনিয়নের ৫০জন মানসিক ভারসাম্যহীন রোগীদের খাবার বিতরণ করা হয়েছে।