মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সভাপতি, বর্ষীয়ান গুনীজন মোহাম্মদ আলী'র নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
রোববার ৫ ফেব্রুয়ারী আসরের নামাজের পর কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের বিশাল নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার প্রচুর মুসল্লীর অংশ নেন। কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, সীতাকুন্ড আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, মরহুমের নিকটাত্মীয় আল্লামা মাহমুদুল হক এর ইমামতিতে অনুষ্ঠিত জানাজার পূর্বে মরহুমের বর্নাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার জেলা বিএনপি'র সভাপতি শাহজাহান চৌধুরী, মরহুমের ছোট ভাই সিরাজুল ইসলাম, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, মরহুমের জ্যেষ্ঠ সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ রাশেদ মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, অ্যাডভোকেট আবদুল কাইয়ুম প্রমুখ।
জানাজা শেষে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ব্যবস্থাপনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, আলোকিতজন মোহাম্মদ আলী'কে কক্সবাজার শহরের গোলদীঘির দক্ষিণ পাড়স্থ বড় কবরস্থানে স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়।
প্রসঙ্গত, কক্সবাজারের আলোকিত সন্তান, ব্যবসায়ী সংগঠক, বিভিন্ন কল্যানকর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী (৯১) গত শনিবার ৪ জানুয়ারি রাত ৮ টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার শহরের হাসপাতাল সড়কস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি--রাজেউন)। মোহাম্মদ আলী বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত ছিলেন। মরহুম মোহাম্মদ আলী একসময়ের বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মোহাব্বত আলী ও ফাতেমা খাতুনের পুত্র। মৃত্যুকালে মোহাম্মদ আলী ২ পুত্র, ৩ কন্যা, অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। সফল পিতা মোহাম্মদ আলী'র সকল সন্তান স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত।