প্রেস বিজ্ঞপ্তি:
সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য চট্রগ্রাম মেডিক্যাল হাসপাতালের আইসিউতে ৭ নভেম্বর দুপুর ১২.৪৫ টার সময় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিশিষ্ট রাজনীতিবিদ ও শ্রমজীবি মানুষের প্রিয়নেতা জহিরুল ইসলামের মর্মান্তিক মৃত্যুতে কক্সবাজার আওয়ামী পরিবারে এক শোকাবহ ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশিষ্ট আওয়ামী লীগ নেতাও জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলামের মর্মান্তিক মৃত্যুতে ককসবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু তালেব ও সাধারন সম্পাদক মাহমুদুল করিম মাদু এক শোক বার্তায় বলেন- জহিরুল ইসলাম সিকদার বন্যাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। রাজ পথে আন্দোলন সংগ্রামে তার অবদান ব্যাপক। জহিরুল ইসলামের মৃত্যুতে আমরা একজন ত্যাগী আদর্শবান নেতাকে হারালাম।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জহিরুলের ইসলামের খুনীদের গ্রেপ্তার পূর্বক ফাসীর দাবী জানিয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এখন ও পর্য়ন্ত জহিরূল ইসলামের খুনীরা গ্রেপ্তার না হওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের অতি দ্রুত জহিরুল ইসলামের খুনীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার আহবান জানান। অন্যতায় উদ্ভোত পিরিস্থিতির দায়দায়িত্ব সংশ্রিষ্ট কতৃপক্ষকে বহন করতে হবে বলে ক্ষোভ প্রকাশ করেন সদর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ মহীদুল্লাহ এ শোক বার্তা প্রেরন করেন।