আনোয়ার হোছাইন, ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ছুরিকাহত যুবকের লাশ মোরশেদ নামের এক টমটম চালকের বলে প্রাথমিক ভাবে জানা গেছে। সে পার্শ্ববর্তী সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শামশুল আলমের ছেলে। রিপোর্ট লিখা পর্যন্ত দায়িত্বশীল কোন সূত্র থেকে এ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, অপরাধী চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে না পারলে এলাকায় আরো বড় ধরনের অপরাধ সংঘটিত হতে পারে বলে মত প্রকাশ করেছে। বিশেষ করে সম্প্রতি গরু পাচারকে কেন্দ্র করে ঈদগাঁও উপজেলা জুড়ে বহিরাগত অপরাধীরা এলাকায় ফিরে আসায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশংকা দেখা দিয়েছে বলে সচেতন মহলের অভিমত।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকাল সোয়া ৭ টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের মিয়াজি পাড়া গ্রামের এক সুপারি বাগানে রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ মাটিতে পড়ে আছে দেখে ঈদগাঁও থানা পুলিশকে সংবাদ দেয়।
স্থানীয়রা জানান,লাশের শরীরের একাধিক স্থানে মারাত্মক জখম রয়েছে। রিপোর্ট লিখা পর্যন্ত থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে লাশ উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে।