শেফাইল উদ্দিন:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দক্ষিণ মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় স্কুল
মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লুৎফুর রহমান সুমনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সেলিম উদ্দিন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সিনিয়র শিক্ষক, ক্রীড়াবিদ ও সাংবাদিক নুরুল আমিন হেলালি। বিশেষ অতিথি ছিলেন লেখক, গবেষক, সাংবাদিক আজাদ মনসুর, ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শেফাইল উদ্দিন ,আমির সুলতান দিলনেওয়াজ বেগম উচ্চ বিদ্যালয়ের পরিচালক সাজেদ সুলতান, সমাজ সেবক মোহাম্মদ ইউনুছ ।
উপস্থিত ছিলেন এসএমসির সদস্য জিয়াউর রহমান , ছৈয়দ নুর সহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা । অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
পরে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা, ছড়া, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।