সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এসএ টেলিভিশনের রিপোর্টার সাংবাদিক আহসান সুমনের ছােট ভাই আবদুল্লাহ আল মামুনের নবম মৃত্যুবার্ষিকী আজ ১০ ফেব্রুয়ারি।
দিবসটি পালনে শুক্রবার সকাল থেকে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার পশ্চিম রত্না গ্রামের বাড়িতে কবর জেয়ারত, খতমে কোরআন, খতমে তাহলিল, দোয়া এবং মিলাদ মাহফিলসহ নানা আয়ােজন করা হয়।
২০১৪ সালের ১০ ফেব্রুয়ারী ভােরে বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত অবস্থায় ব্রেইন স্ট্রোক করলে আবদুল্লাহকে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘােষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলাে ২৪ বছর।
পরে গ্রামের বাড়ি উখিয়ার খােন্দকার পাড়া দরগামুরা কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুম আবদুল্লাহ আল মামুন উখিয়ার কোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সহকারী ইমাম আলহাজ্ব বদিউল আলম ও মরহুমা মমতাজ বেগমের মেঝ ছেলে।
এদিকে আবদুল্লাহ আল মামুনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।