প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার শহরের পশ্চিম মাছ বাজার রাখাইন পাড়ার (৩ নং ওয়ার্ড) বাসিন্দা সেই হ্লা মং এর মেয়ে ছেন ছেন উ (২২) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হলফনামা মূলে ইসলাম (নওমুসলিম) ধর্ম গ্রহণ করেন। তার বতমান নাম জান্নাতুল মারওয়া ইসলাম। যার হলফ নামা নাম্বার (৩১৪)।
পরবর্তীতে কাজী অফিসে সরকারীভাবে রেজিস্ট্রেশন এর মাধ্যমে ৮ লাখ টাকা কাবিন দিয়ে নজরুল ইসলামের (৩১) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। নজরুল ইসলাম চট্টগ্রাম বিভাগের লোহাগাড়ার চুনতি চান্দা এমচরহাটের ফরিদুল আলমের ছেলে। জান্নাতুল মারওয়া ইসলাম ও নজরুল ইসলাম দুইজনই প্রাপ্তবয়স্ক। তারা স্বেচ্ছায়-সজ্ঞানে একে অন্যকে বিয়ে করেন। সকলের কাছে দোয়া কামনা করছেন।