মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
অবৈধ অস্ত্র রাখার মামলায় কক্সবাজারে একজন আসামীকে ১০ বছর সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার ১৩ ফেব্রুয়ারী কক্সবাজারের ৭ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এবং যুগ্ম জেলা ও দায়রা জজ-১ এর বিজ্ঞ বিচারক মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন।
কক্সবাজার জেলা জজ আদালতের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।
দন্ডিত আসামী হলো : কক্সবাজারের রামু উপজেলার বড়বিল গ্রামের মৃত মোঃ নবী’র পুত্র মোঃ হাসান। বর্তমানে সে কক্সবাজার সদর উপজেলার কালিরছড়ার ভুতিয়াপাড়ার শ্বশুর বাড়ি এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে বিজ্ঞ বিচারক আসামী মোঃ হাসানকে ১৮৭৮ সালের ১৯ (এ) ধারায় দোষী সাব্যস্থ করে ১০ বছর সশ্রম কারাদন্ড এবং একই আইনের ১৯ (এফ) ধারায় দোষী সাব্যস্থ করে ৭ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন। উভয় আইনে প্রদত্ত সাজা একসাথে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়।
২০১৬ সালের ১৯ জুন আসামী মোঃ হাসান থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে কক্সবাজার সদর থানা নম্বর : ৭৬/২০১৬ ইংরেজি, জিআর : ৪৬৭/২০১৬ ইংরেজি মামলা দায়ের করা হয়। যার এসপিটি মামলা নম্বর : ৪/২০১৭ ইংরেজি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।