https://www.youtube.com/watch?v=6S91QNp_7dQ
বলরাম দাশ অনুপম :
রোহিঙ্গাদের অপরাধে জড়ালে কোনওভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি অনুরোধ জানিয়ে বলেন, কোনওভাবেই সংঘাত, হানাহানি ও রক্তপাতের দিকে ধাবিত হবেন না। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (৮ নভেম্বর) বিকেলে টুরিস্ট পুলিশ বাংলাদেশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
সাম্প্রতিক সময়ে কক্সবাজারে সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ডের কথা অবহিত হয়েছেন জানিয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, কোনোভাবে হত্যা, রক্তের হোলি খেলা দেখতে চাই না। যেকোনো মূল্যে এসব বন্ধ করুন। কক্সবাজার পর্যটন কেন্দ্র, এখানকার পরিবেশ ভয়ভীতি মুক্ত রাখতে হবে।
টুরিস্ট পুলিশের ডিআইজি মোর্শেদুল আনোয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন প্রমুখ।
এর আগে বিকেল সাড়ে ৩টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বেলুন ও পায়রা উড়িয়ে টুরিস্ট পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি র্যালি সহকারে টুরিস্ট পুলিশের কক্সবাজার কার্যালয়ে পৌঁছান। এরপর সেখানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।