মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার শহরের ডক্টরস চেম্বারের সত্বাধিকারী, জাতীয় পার্টির কক্সবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোহিবুল্লাহ (৬৪) এর প্রথম নামাজে জানাজা বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারী আসরের নামাজের পর কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্পন্ন হয়েছে।
ঈদগাহ ময়দান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও কক্সবাজার রহমানিয়া মাদ্রাসার পরিচালক মুফতি মাওলানা সোলাইমান কাসেমী’র ইমামতিতে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। জানাজার আগে মরহুম মোহাম্মদ মোহিবুল্লাহ’র বর্নাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুমের জেঠাত ভাই, কক্সবাজার আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মুহাম্মদ বাকের, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাত, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।
জানাজা শেষে মোহাম্মদ মোহিবুল্লাহ’র মৃতদেহ মহেশখালী নতুন বাজার গ্রামের বাড়িতে নেওয়া হয়। শুক্রবার ২৪ ফেব্রুয়ারী সকাল ১০ টায় মহেশখালীর নতুন বাজারে মোহাম্মদ মুহিবুল্লাহ’র দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের ভাই মোহাম্মদ নছর উল্লাহ জানিয়েছেন।
প্রসঙ্গত, বিশিষ্ট সমাজকর্মী মোহাম্মদ মুহিবুল্লাহ বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারী রাত সাড়ে ৩ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
মোহাম্মদ মোহিবুল্লাহ কক্সবাজারের এক সময়ের বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম অ্যাডভোকেট মওদুদ আহমেদ ও আমেনা খাতুনের এর জ্যেষ্ঠ সন্তান এবং চুরাশিয়ান নছর উল্লাহ’র বড় ভাই। কক্সবাজার শহরের বার্মিজ সরকারি প্রাইমারী স্কুলের পূর্বে পাশে তিনি বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মোহাম্মদ মুহিবুল্লাহ’র কনিষ্ঠ সন্তানের বয়স মাত্র ১৮ দিন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।