মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা বিএনপি'র সাবেক সভাপতি, বরন্য রাজনীতিবিদ আলহাজ্ব একরামুল হুদা চৌধুরী'র ২৬ তম মৃত্যুবার্ষিকী শনিবার ২৫ ফেব্রুয়ারী। ১৯৯৭ সালের এদিনে পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সেইসময়ের জনপ্রিয় জননেতা আলহাজ্ব একরামুল হুদা চৌধুরী ৫৮ বছর বয়সে ইন্তেকাল করেন।
আলহাজ্ব একরামুল হুদা চৌধুরী ছিলেন-কক্সবাজারে বিএনপি প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন। তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন একজন সহচর। এরশাদ আমলে কক্সবাজার জেলায় বিএনপি'র হাল ধরতে তিনি গুরুত্বপূর্ণ ও আপোষহীন ভূমিকা রাখেন। ঐসময় জেলায় দলকে সংগঠিত রাখতে তাঁর অবদান ছিলো অবিস্মরণীয়।
কক্সবাজার শহরের বদরমোকাম এলাকার মরহুম আবদুল ওয়াদুদ ও মরহুমা শহর বানু'র দ্বিতীয় সন্তান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব একরামুল হুদা চৌধুরী ছিলেন- কক্সবাজার পৌরসভার নির্বাচিত কমিশনার। অনেক শিক্ষা, ধর্মীয়, সামাজিক, ক্রীড়া ও কল্যানমূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। সৎ, নীতিবান ও বলিষ্ঠ নেতৃত্বদানকারী আলহাজ্ব একরামুল হুদা চৌধুরী ইন্তেকালের পর বদরমোকাম জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে পিতা মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।
আলহাজ্ব একরামুল হুদা চৌধুরীর ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার ২৫ ফেব্রুয়ারী কক্সবাজার শহরের বদরমোকামস্থ বাসভবনে পারিবারিকভাবে খতমে কোরআন, এতিম-মিসকিনদের খাবার বিতরণ, কবর জেয়ারত ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন-আলহাজ্ব একরামুল হুদা চৌধুরীর একমাত্র পুত্র সন্তান আলহাজ্ব আবদুল মাবুদ চৌধুরী।