সংবাদদাতা:

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে ঘোড়া মার্কার  চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলমদের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ আনলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই নিয়ে বাদানুবাদের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ হয়েছে।

৮নং ওয়ার্ডের আওয়ামী লীগে র সভাপতি ফরিদুল আলম অভিযোগ করেছেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ইউননিয়নের ৮ নং ওয়ার্ডের চেইন্দা উত্তরপাড়ায় অন্ধকারের মধ্যে ভোট কিনতে ঢুকেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম। তিনি কয়েকজন মহিলাকে টাকাও দিয়েছেন। তখন বিষয়টি জানতে পারেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা তাৎক্ষণিক সেখানে গিয়ে সাইফুল আলমকে বাধা দেন এবং চলে যেতে বলেন। এসময় উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম ঘটনাস্থল ত্যাগ করেন।

৮নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ফরিদুল আলম বলেন, জনসমর্থন না থাকায় টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন সাইফুল আলম। আচরণ বিধি পরিপন্থি কোনো কাজ আওয়ামী লীগের নেতাকর্মীরা মেনে নেবে না।

অভিযোগের ব্যাপারে জানতে যোগাযোগের চেষ্টা করেও মুঠোফোনের সংযোগ না পাওয়ায় সাইফুল আলমের বক্তব্য জানা সম্ভব হয়নি।