আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে একাধিক মামলা ও অস্ত্র আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী
নুরুল আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার ইজ্জত আলীর ছেলে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হালিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার)এর নির্দেশনায়, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোঃ মছিউর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোঃ হেলাল,সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শোয়ায়েব হোসাইন এবং সংগীয় ফোর্সসহ দীঘ সময় শামলাপুর, বাহারছড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামী এবং অস্ত্র আইনের ১৯-এ ,জিআর- ২২২/২০১৭(টেকনাফ) মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হয়েছে।