আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্পে র্যাব-১৫ ও ৮ এপিবিএন এর যৌথ অভিযান চালিয়ে আরসা’র দুষ্কৃতিকারী দুই সদস্যকে আটক করা হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে র্যাব-১৫ ও ৮ এপিবিএন এর আভিযানিক দল উখিয়া থানাধীন ৮ নং ক্যাম্প ইস্ট ও ১৯নং ক্যাম্প এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে দুষ্কৃতিকারী আরসার সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিস্তারিত পরিচয় উখিয়া ৮নং ক্যাম্প ইস্ট, এফসিএন-২৯১২৩৫, ব্লক- বি/৩৮ এর বাসিন্ধা মৃত সালেহ আহমদের ছেলে ফয়েজুল ইসলাম (৩৪)(এফডিএমএন), একই উপজেলার ১৯নং
ক্যাম্পের ব্লক-এ/১৩, আবু বক্কর সিদ্দিকের ছেলো ইব্রাহিম (৩০) (এফডিএমএন) বলে
জানা যায়।
তিনি আরো জানান উখিয়া থানায় তদন্তাধীন মামলায় আটককৃত আরসার দুই সদস্যকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সোপর্দ করা হয়েছে।