শফিউল আলম শফিঃ
নদীর জন্ম কেন হিমালয় জানে
আমার জন্ম কেন নদী কী জানে!
জল, সে তো সাগরের বল;
সমীরণের ছোঁ মারা জল মহীধরে ঠেকে
হিমালয় উঁচু শিরে সাগরের শূন্যতা দেখে
আমিও ছোঁ মারি আমার জাতে,
ছিনিয়ে নিই জাতিসত্তা, নিষ্ঠুরতায় বুক বাঁধি,
শির তুলি; জাত দেখি, জাতের কান্নাও দেখি।
এখানে হিমালয় উদার
বুকে জমাটবাঁধা জল ছাড়ে সাগরপানে
চলার পথ, সর্পিল নদী নেমে যায় সন্তর্পণে;
তৈরী করে মহীধর-সাগরের সেতুবন্ধন। তবে
আমি! আমি কি হিমালয় হতে উদারতা আনি নি!
উদারতার অমিয়ধারায় যদি গলে না আমার মন
ও নদী, নিষ্ঠুরতায় তুমি ভাসিয়ে দিও আমার জনম।
শফিউল আলম শফি
প্রধান শিক্ষক
পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়
ঈদগাঁও, কক্সবাজার
মার্চ ৪, ২০২৩ খ্রিঃ।