জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আজ ৮ মার্চ (২০২৩) ইং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ৬ মার্চ (২০২৩) ইং সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগ ও বাংলাদেশ মহিলা পরিষদের যৌথ উদ্যোগে একটি মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“Cyber Harassment and Violence : Building a Safer World Online for Women” শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিলো নারীর প্রতি সাইবার সহিংসতা ও হয়রানি প্রতিরোধ এবং নারীর জন্য নিগ্রহ, নিপীড়নমুক্ত নিরাপদ অনলাইন বিশ্ব নিশ্চিত করা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিমিনোলজি বিভাগের চেয়ারপার্সন শাহারিয়া আফরিন। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের রিসার্চ অফিসার আফরোজা আরমান। তিনি বলেন, “নারী অধিকার ব্যতীত মানবাধিকার অসম্পূর্ণ।” নারী অধিকার নিশ্চিতকরণ ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে আহবান জানান তিনি।

বাংলাদেশ মহিলা পরিষদের সিনিয়র অ্যাডভোকেট ফাতেমা বেগম তাঁর বক্তৃতায় সাইবার অপরাধ ও অনলাইনে নারীদের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে প্রণীত বিভিন্ন প্রতিরোধ ও প্রতিকার মূলক আইন সম্পর্কে সকলকে অবহিত করেন।

বিশেষ অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. জিয়া রহমান বিশ্বব্যাপী নারীদের সংগ্রামের অতীত এবং নারী অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার অবদানের ইতিহাসের সাথে সকলকে পরিচয় করিয়ে দেন। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে ক্রিমিনোলজি বিভাগ ও মহিলা পরিষদ সম্মিলিতভাবে বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ কর্মসূচি ও ক্যাম্পেইন জাতীয় নানা ধরনের কার্যক্রম গ্রহণ করবে।

বাংলাদেশ মহিলা পরিষদের সিনিয়র রিসার্চ & ট্রেনিং অফিসার শাহজাদী শামীমা আফজালী তাঁর বক্তৃতায় অনলাইনে নিপীড়নের শিকার নারী-পুরুষ সকলকে নিজের সাথে সংঘটিত অন্যায়ের প্রতিবাদ করতে উদ্বুদ্ধ করেন। তিনি বলেন যে, ব্যক্তির প্রথম শিক্ষা প্রতিষ্ঠান পরিবার। তাই প্রত্যেককে অপরাধের প্রতিরোধ, প্রতিকার ও প্রতিবাদের শিক্ষা নিজ নিজ পরিবারেই প্রথম চালু করতে হবে। তবেই এই সচেতনতা সকলের মাঝে ছড়িয়ে পড়বে।
নারী অধিকার রক্ষায় সচেতনতা কেবলমাত্র একটি নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ না রেখে সর্বসময় এ জাতীয় কার্যক্রম অব্যাহত রাখতে সকলে আহবান জানান তিনি।

এসময় তিনি প্রশ্নোত্তর ও মতামত প্রদানের জন্য উপস্থিত শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজনে যথেষ্ট ফলপ্রসূ ও কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে।

কুসংস্কারের বেড়াজালে ছিন্ন করে নারীকে তার প্রাপ্যমর্যাদায় প্রতিষ্ঠা করা ইত্যাদি বিষয়গুলো সমাজের আরও সুস্পষ্ট ভাবে তুলে ধরেছিলেন বেগম রোকেয়া। তাঁর প্রতি সম্মান জানিয়ে এবং সর্বক্ষেত্রে নারী পুরুষের অধিকার নিশ্চিতকরণের পাশাপাশি নারীর জন্য প্রতিটি স্থান, কাল মহুর্ত কর্মক্ষেত্রে নিরাপদ করার লক্ষ্যে জোড়ালো দাবী জানিয়ে “হোক প্রতিবাদ” এই প্রতিপাদ্যে আলোচনা অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

বিদায়ী বক্তব্যে বিভাগের চেয়ারপার্সন শাহারিয়া আফরিন সাইবার সহিংসতা ও নারী বিষয়ে
বিস্তারিত তাত্ত্বিক আলোচনা করেন এবং উপস্থিত সকলকে ক্রিমিনোলজি বিভাগের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও আসন্ন নারী দিবস উপলক্ষে অসংখ্য আন্তরিক শুভেচ্ছা জানান