আব্দুস সালাম, টেকনাফ:
ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন"এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কক্সবাজারের টেকনাফে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে টেকনাফ উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী।
টেকনাফ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কতৃক আয়োজিত এবং ফেইথ ইনএকশন ও ওয়ার্ল্ড।
ভিশনের সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠ করেন,জাহেদা আকতার ও একা রাণী। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাছলিমা খাতুন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন,শিশু অধিকার কর্মকর্তা শাহারিয়ার মোঃ পলাশ। অংশ গ্রহণরত নারীদের পক্ষে সোলতানা রাজিয়া,একা রাণী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতি সমাপনী বক্তব্যে বলেন,বিশ্বে নারীরা সমান অধিকার থেকে বঞ্চিত এবং নারীর অগ্রযাত্রা ও প্রতিবন্ধকতা আজ থেকে পরিহার করতে হবে। নারী অধিকার শুধুমাত্র রাষ্ট্রকে দায়ী করলে হবে না এবং তার জন্য পরিবার সামাজিক এক্ষেত্রে অনেকাংশে দায়ী। নারী স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম মানবসম্পদ তৈরি হবেনা। নারী অধিকার ও বৈষম্য নিশ্চিত করতে হলে প্রথমে পরিবার থেকে আসতে হবে। ভালোবাসা দিয়ে নারীদেরকে প্রভাবিত করতে হবে তাহলেই পৃথিবীতে সুখ আসবে।