হ্যাপী করিম, মহেশখালী :

মহেশখালী উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ ই মার্চ) সকাল ১০ টায় মহেশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের মাঠে এ জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শান্তির পায়রা, বেলুন উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সম্মানিত অতিথি রয়েছেন..বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক (চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত) ব্যারিস্টার শেখ ফজলে নাইম, মহেশখালী কুতুবদিয়ার আশেক উল্লাহ রফিক-এমপি।

উদ্বোধনী বক্তব্য রাখেন..জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল।

বিশেষ বক্তা হিসেবে রয়েছেন কেন্দ্রীয় যুব লীগের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান সোহাগ, কেন্দ্রীয় যুবলীগের সম্পাদক আবদুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য সর্দার আলী মিন্টু, ইশতিয়াক আহমেদ জয়, গিয়াস উদ্দিন আজম, গাজীপুর ছাত্রলীগের নেতা নিউটন মোল্লা, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এম আজিজুর রহমান বিএ, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আনোয়ার পাশা চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরিফ, সহ-সভাপতি নাছির উদ্দীন, কামরুল ইসলাম’সহ অন্যান্য নেতারা।

সম্মেলনে সভাপতিত্ব করছেন মহেশখালী উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজেদুল করিম। এতে অনুষ্ঠান পরিচালনা করছেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম- আহবায়ক শেখ কামাল ও সেলিম উল্লাহ। এতে শোক প্রস্তাব পাঠ করবেন যুবলীগের বর্তমান যুগ্ম আহ্বায়ক সেলিম উল্লাহ।

সম্মেলনে দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশন অহনা কনভেনশন হলে প্রার্থীদের মধ্যে সমঝোতা না হওয়ায় এই সম্মেলন থেকে কমিটি ঘোষণা দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সম্মেলনের প্রধান অতিথি যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক (চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত) ব্যারিস্টার শেখ ফজলে নাইম।

দীর্ঘ ২০ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ দেখা গেছে তবে শুরুতে এক পক্ষের চেয়ার না পাওয়াকে কেন্দ্র করে সামান্য অপ্রীতিকর ঘটনায় চেয়ার ছোড়াছুড়ি হলেও সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।