আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফে কলেজ ছাত্রসহ ৭জনকে অপহরণের অভিযোগ উঠেছে দৃর্বৃত্তদলের বিরুদ্ধে। বৃহ¯পতিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার বাহারছড়ার ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বাহারছড়া ইউপির ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিক বলেন, প্রাথমিকভাবে জেনেছি কাঠ সংগ্রহ করতে গিয়ে এলাকার ৭জন অপহরণের শিকার হয়েছে। অপহরণের খবরটি শুনে পুলিশকে অবহিত করেছি।
অপহৃতরা হলেন, কলেজ শিক্ষার্থী গিয়াস উদ্দিন (১৭), রশিদ আলম (২৬), জানে আলম, (৪৫),জাফর আলম (৪০),জাফরুল ইসলাম (৩০),ফজল করিম (৩০) ও আরিফ উল্লাহ (৩০)। এরা সকলেই বাহারছড়া ইউপির পূর্ব মাঠ পাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়,বৃহ¯পতিবার দুপুরে স্থানীয় পাহাড়ে পানের বরজের কঞ্চি কাটতে গেলে সেখানে পাহাড়ি দৃর্বৃত্তদলের কবলে পড়ে। পরে অনেক খোঁজাখুজি করে জানতে পারে যে তাদেরকে ওই গহীন পাহাড়ের পাদদেশে আটকে রাখে দূর্বৃত্তরা ।
স্থানীয়রা জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশও স্থানীয় জনতা মিলে পাহাড়ে অভিযানে যায়। তবে এখনো আমরা অপহৃতদের উদ্ধার করতে পারিনি।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মশিউর রহমান বলেন,থানা পুলিশ ও ডিবি পুলিশের বেশ কয়েকটি টিমসহ বিভিন্নভাবে পাহাড়ে অভিযান চালাচ্ছি। তবে এখনো কাউকে উদ্ধার করা যায়নি এবং উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য,এর আগে, ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার একটি পাহাড়ের ভেতরে খালে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন আট জন। পরে মুক্তিপণ দিয়ে তারা ফেরেন। একইভাবে গত ২৯ সেপ্টেম্বর একই উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ও মরিচ্যাঘোনার পাহাড়ি এলাকা থেকে পাঁচ কৃষককে অপহরণ করা হন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।