প্রেস বিজ্ঞপ্তি:

ইউএসএইড এর আর্থিক সহায়তায় ডেমোক্রেসি ইন্যারন্যাশনাল কর্তৃক বাস্তবায়িত স্ট্রেংদেনিং পলেটিক্যাল ল্যান্ডস্ক্যাপ ইন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে কক্সবাজারে মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরামের (MAF) মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক টাউন হল সভা ১৪ মার্চ,২০২৩ রামু রাবার বাগান রেস্ট হাউজ প্রাঙ্গনে অনুষ্টিত হয়! এতে সভাপতিত্ত করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরাম কক্সবাজার এর সভাপতি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র রাজনৈতিক ফেলো জনাব মোহাম্মদ রেজাউল করিম এবং সঞ্চালনা করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরাম কক্সবাজার এর সেক্রেটারি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র রাজনৈতিক ফেলো ইউসুফ বদরী।

কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলকে মাধক প্রবণ এলাকায় ঘোষনা করার পরিপ্রেক্ষিতে কক্সবাজার এর যুব সমাজ ,প্রশাসন ও সুশীল সমাজ ,শিক্ষক ও মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরাম কক্সবাজার এর সমন্বয়ে টাউন হল মিটিং এর আয়োজন করা হয়! রামু উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও মাল্টিপার্টি এডভোকেসী ফোরামের অন্যতম সদস্য রামু উপজেলা যুবলীগের বিদায়ী সভাপতি ও টাউন হল সভার কনভেনর রিয়াজ উল আলমের স্বাগত বক্তব্য ও মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপনার মাধ্যমে টাউন হল কার্যক্রম শুরু হয়! এর পর ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সার্বিক কর্মকান্ড উপস্থাপন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র রিজিওনাল ম্যানেজার জনাব সদরুল আমিন । এরপর মুক্ত আলোচনা পর্ব অনুষ্টিত হয়! এতে স্থানীয় সরকার প্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক রাজনীতিবিদ, ব্যাংকার, সমাজ কর্মী, যুবক, ছাত্র ও ম্যাফের সদস্যরা অংশ গ্রহন করেন! প্যানেল আলোচক হিসেবে অংশগ্রহণ করেন কক্সবাজার সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হামিদা তাহের,রামু উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, রামু উপজেলা পরিষদের প্রাক্তন মহিলা ভাইস চেয়ারম্যান ও কক্সবাজার জেলা মহিলা দলের সাধারন সম্পাদক ফরিদা ইয়াসমিন! এতে আরো উপস্থিত ছিলেন ড়েমোক্রেসী ইন্টারন্যাশনাল এর রিজিওনাল কোঅর্ডিনেটর -চট্টগ্রাম জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান । সভা শেষে ম্যাফ সদস্যদের আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্টিত হয়! সভায় মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম (MAF) কক্সবাজারের সদস্য গণ উপস্থিত ছিলেন ।