নিজস্ব প্রতিবেদকঃ
রামুর চাকমারকুল কলঘর বাজারস্থ হযরত হাফছা (রা.) মহিলা হিফয মাদরাসা ও হযরত ওমর (রা.) হিফয মাদরাসার দস্তারবন্দী ও হিজাব সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। অনিন্দ্য সুন্দর আয়োজনে এলাকাবাসীর বেশ খুশি হয়েছেন।

সন্ধ্যায় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠানে অতিথি ছিলেন, মহেশখালী গোরকঘাটা মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাফেজ আবদুল গফুর, কক্সবাজার দারুল কুরআন মাদরাসার পরিচালক ক্বারী মাওলানা জহিরুল হক, রামু জোয়ারিয়ানালা মাদরাসার মুহাদ্দিস ও সহকারী পরিচালক মাওলানা হাফেজ আবদুল হক, জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক কোম্পানি, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম ভুট্টো, রামু মাজহারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মোঃ হারুন, রামু জমিয়াতুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ শামসুল হক নছীম, কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি ইমাম খাইর, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা নুরুল হক চকোরী।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে হিফয সম্পন্নকারীদের দস্তারবন্দী ও হিজাব সম্মাননা প্রদান করেন আমন্ত্রিত ওলামাবৃন্দ।

দস্তারে ফজিলত প্রাপ্তরা হলেন, আহমদ, মোঃ জুবাইর, মিনহাজ উদ্দীন, হাসান নুর, ইব্রাহিম হোসাইন রাফী, আরিফুল ইসলাম, মোঃ ইউনুছ।

হিজাব সম্মাননা পেয়েছেন, উম্মে হাবিবা সামিয়া, আসমাউল হুসনা, আফীফা জান্নাত, মিফতাহুল জান্নাত, মরিয়ম সুলতানা, আরফাত হোসনাতুস সাদিয়া, তাসফিয়া নুরী, উম্মে হাবিবা, তুহিনা নাসরিন তারিন, উম্মে হাফসা।

এসময় বরেণ্য আলেমে দ্বীন, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বদর মোকাম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল খালেক নিজামী।

আয়োজনে সার্বিক সহযোগিতা করেন হযরত হাফছা (রা.) মহিলা হিফয মাদরাসা ও হযরত ওমর (রা.) হিফয মাদরাসার প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মাহমুদুল হক কোম্পানি।

দিনব্যাপী আয়োজনে যারা বিভিন্নভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন।