নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজারের দক্ষিণ মিঠাছড়ির পানেরছড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতের আঁধারে ধান ক্ষেতে বিষ দিয়ে নবী আলম নামের এক অসহায় কৃষকের ধান ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে শাকেরা ও তার মেয়ে নুসরাত জাহান সোহা’র বিরুদ্ধে।
গত ২৩ মার্চ( শুক্রবার)পানেরছড়ার উলুঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক নবী আলম জানান,অনেক বছর ধরে স্হানীয় আশরাফ জামান এর ছেলে নবী আলম উলুঘোনায় এক বিঘা জমি ধান চাষ করে আসছে।কোনসময় কারো সাথে তার বিরোধ হয়নি।গত দু’বছর আগে শাকেরা বেগম নামক এই মহিলা কক্সবাজার শহর থেকে এসে উলুঘোনায় সরকারি জায়গা দখল করে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে।তার বাড়ি আর আমার চাষের জমি কাছাকাছি হওয়ায় প্রায় সময় শাকেরার পালিত হাঁস মুরগী আমার ক্ষেতে এসে ক্ষেতের ক্ষতি করে। আমি তাকে এবিষয়ে অবগত করলে সে আমার কথা না শুনে উল্টো আমার উপর ক্ষীপ্ত হয়ে গালিগালাজ শুরু করে।বার বার নিষেধ করার পরও শাকেরা কোনপ্রকার পদক্ষেপ না নেয়ায় আমি আমার ক্ষেত রক্ষার্থে কোন উপায় না পেয়ে তার ৩টি হাঁস ধরে নিয়ে যায়।
তিনি আরও জানান,শাকেরা তার হাঁস ধরে নিয়ে যাওয়ার খবর শুনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ আমার ক্ষেতের ক্ষতি করার হুমকি প্রধান করে।যেই কথার সেই কাজ,গত শুক্রবার রাতে শাকেরা রাতের আঁধারে বিষাক্ত বিষ প্রয়োগ করে আমার ধান ক্ষেতের ক্ষতি করে।আমি এবিষয়ে আমার ক্ষতিপূরণ সহ তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
স্হানীয়রা জানান,শাকেরা ও তার মেয়ে দুজনে খারাপ প্রকৃতির, তারা কারো সাথে ভালো সম্পর্ক রাখেনা,তাদের সাথে এলাকার কারো মিল নেই,তারা এলাকায় আসার পর থেকে বিভিন্ন সময় কারো না কারো সাথে ঝগড়ায় লিপ্ত থাকে।শাকেরা ও তার মেয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন অসহায় কৃষকের ধানে বিষ দেয়।আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।