মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া মাদ্রাসায় ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে মাদ্রাসা সুপার মাওলানা নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ডুলাহাজারা ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আবছার। বক্তব্য তিনি বলেন, পুরো কক্সবাজার জেলায় ডুলাহাজারা ইসলামিয়া মাদ্রাসার সুনাম রয়েছে। বিশেষ করে জেলায় কয়েকটি বিজ্ঞান ভিত্তিক ভোকেশনাল মাদ্রাসার মধ্যে এটি একটি। আমি নিজেও এই মাদ্রাসার ছাত্র ছিলাম, যা পরিচয় দিতে আমি অত্যন্ত গর্ববোধ করি। সকলে অবগত রয়েছে ডুলাহাজারা ইসলামিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফলে সুনাম বয়ে আনছে। তাছাড়া, এটি একাধিক বার শীর্ষ মাদ্রাসা ও শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কৃত হয়েছে। আমি আশাকরি এবারের দাখিল পরীক্ষার্থীয় সকলে এ প্লাস অর্জনের মাধ্যমে পূর্বের সুনাম অক্ষুণ্ণ রাখবে।
বক্তব্য শেষে তিনি সকল পরিক্ষার্থী ও শিক্ষকদের চকরিয়া পরিক্ষার হলে যাতায়াতের খরচ বহন করার ঘোষণা দেন। জানা গেছে, মাদ্রাসাটিতে এবার ২০২১ সালের দাখিলে মোট পরিক্ষার্থীদের সংখ্যা ৯৮ জন। তৎমধ্যে সাধারণ শাখায় ৪৮ জন ও ভোকেশনাল শাখায় পরিক্ষার্থী ৪৯ জন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার আরবি শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন, শিক্ষক মনোহর আলী বাবুল, দেলুয়ার হোসাইন। শিক্ষকদের মাঝে আরো উপস্থিত ছিলেন মাওলানা মুহিব্বুল্লাহ, ছগির আহমদ, আবদুল জব্বার, জিল্লুর রহমান, আবুল কাশেম, মনজুর আলম, রশিদ আহমদ, ছৈয়দ হোছাইন, নুরুল আবছার, তানজিনা আক্তার ও মাদ্রাসার সকল পরিক্ষার্থী।