অনলাইন ডেস্ক: প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বুধবার রাতে রমনা থানায় এ মামলা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক
মামলায় পত্রিকাটির সাভার প্রতিনিধি শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে। এ ছাড়া আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যান’সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন রয়েছেন।
মামলার প্রাথমিক তথ্য বিবরণী থেকে জানা যায়, রাত ১১টা ১০ মিনিটে মামলাটি দায়ের করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও শামসুজ্জামানের মুক্তির দাবি ২৭ নাগরিকের
আবদুল মালেক (মশিউর মালেক) নামে একজন আইনজীবী ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেছেন। মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ এনেছেন তিনি।
মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে,অভিযুক্তরা আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছেন।
-সমকাল