এফ এম সুমন, পেকুয়া :
কক্সবাজার জেলার পেকুয়ায় ফিড দ্যা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটির উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে পেকুয়া শিলখালী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহম্মদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর নেহাল আহমদ বাঙালীর স্বাধীনতা সংগ্রামের কথা তুলে ধরেন এবং স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করিয়ে দেন। এই ছাড়াও তিনি তার বক্তব্যে পুষ্টি বাগানের গুরুত্ব, কিশোর কিশোরীর স্বাস্থ্য, বাল্য বিবাহ রোধসহ পুষ্টিবিষয়ের উপর গুরুত্বারুপ করেন।
মতবিনিমিয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাউশি’র প্রশিক্ষণ শাখা’র পরিচালক ড.প্রবীর কুমার ভট্টাচার্য্য, মাউশি’র প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক মাজহারুল হক মাসুদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ড.গাজি গোলাম মাওলা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক দেবব্রত দাশ, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নাছির উদ্দিন, ডিসি ওপি এবিটি এসোসিয়েটস আশফাক এনায়েতুল্লাহ, টেকনিক্যাল লিড এবিটি এসোসিয়েটস আয়েশা আক্তার কনা, টিমলিড এন্ড হেড অপারেশন ইনোভেশন কনসালটেন্ট প্রা. লিমিটেড এর ডা: আনিকা তাহসিন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান চৌধুরী, শিলখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বেলাল উদ্দিন আহমদ, প্রধান শিক্ষক মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
সভায় বক্তারা, শাক-সবজি ও পুষ্টি সম্পর্কে আলোচনা করেন এবং বসত বাড়িতে বেশি বেশি শাক সবজির চাষের উপর গুরুত্ব দেন। বক্তারা আরো বলেন, নিজের উৎপাদিত শাক সবজির যেমন পুষ্টিগুণ রয়েছে তেমনি এগুলো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এসময় পেকুয়া উপজেলার প্রায় সব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।