বলরাম দাশ অনুপম:

অবশেষে ঘোষিত হলো উখিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি। ৩১ মার্চ (শুক্রবার) জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক আবু মোঃ মারুফ আদনান স্বাক্ষরিত ২৬ সদস্য বিশিষ্ট উক্ত আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। উক্ত কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ছাত্রলীগের ত্যাগি নেতা ও তৃণমূলের নেতাকর্মীদের আস্থা ও বিশ্বাসের ঠিকানা তারেক হোসেন মানিক।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালাহ উদ্দিন, আলমগীর আলম নিশা, জুলহাস উদ্দিন টিপু, এনামুল কবির, মারুফ হোসেন খোকা, তারেক আজিজ সুজন, নুরুল আবছার নান্নু, সাইদুল আমিন টিপু, মিজানুর রহমান আরিয়ান, মোহাম্মদ ইব্রাহিম, মামুন চৌধুরী, আলমগীর হোসেন, আবসার উদ্দিন শান্ত, আলমগীর ফরিদ নিঝুম, জামাল, ছৈয়দ উল্লাহ কায়সার, মহিউদ্দিন জয়, রিদুয়ান কামাল রিদু, মোহাম্মদ মুবিন চৌধুরী, আবু সুফিয়ান, ইমরান হোসেন বাবু, সদস্য যথাক্রমে-সিরাজুল মোস্তফা, আহছান সিদ্দিক ইমন, মোহাম্মদ মোর্শেদ ও আল নূর কায়সার শাহির। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উখিয়া উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত আহ্বায়ক তারেক হোসেন মানিক বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূলে কাজ করে আসছি। আমাকে যে গুরু দায়িত্ব প্রদান করা হয়েছে তা সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে স্বচ্ছতার সাথে পালন করে যাব।