মোহাম্মদ নুরুদ্দোজা,চকরিয়া:
চকরিয়া পৌরসভা বিএনপির সম্মেলন ও কাউন্সিল এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । চকরিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক এসএম আবুল হাশেম এর সভাপতিত্বে ও সদস্য সচিব এম মোবারক আলী 'র সঞ্চালনায় চকরিয়া পৌরসভা শহরের কোচপাড়া মাঠে ১ এপ্রিল শনিবার বিকালে চকরিয়া পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না,বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরি সাংগঠনিক থানা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী,কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুফ বদরী,কক্সবাজার জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম হায়দার,চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মু.ফখরুদ্দিন ফরায়েজী,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট ইউনুছ ।
বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক সহসভাপতি এম. গিয়াস উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক এম আবদুর রহিম, সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আমিন কমিশনার,সাবেক সহ সাধারণ সম্পাদক আলী আকবর,সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার ফারুক খোকন,চকরিয়া পৌরসভা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম ফোরকান, মহিলাদলের আহ্বায়িকা রাশেদা বেগম কাউন্সিলার, স্বেচ্ছাসেবকদলের সভাপতি শরিফুল ইসলাম শরিফ,শ্রমিকদলের সভাপতি রফিক আহমদ,কৃষকদলের আহ্বায়ক জালাল উদ্দীন ছুট্টু,,ছাত্রদলের আহ্বায়ক সাইমুল হাসান জামসেদ সহ কক্সবাজার জেলা,চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি,অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । এ সময় চকরিয়া পৌরসভার ওয়ার্ড বিএনপির নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, নির্দলীয়,নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া 'র নিঃশর্তে মুক্তি, দেশ নায়ক তারেক রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর মিথ্যা মামলা সমূহ প্রত্যাহার করে, স্বদেশে প্রত্যাবর্তন চাই অবিলম্বে আমরা ।