আব্দুস সালাম,টেকনাফ :
কক্সবাজার টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ১৯ বছর পলাতক থাকা ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. শামসুল আলম খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার (২ মার্চ) ৬ টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন হ্নীলা লেদা বাজার এলাকা থেকে দীর্ঘ ১৯ বছর পলাতক থাকা ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি হ্নীলা আলীখালী এলাকার মৌলভি কালা মিয়ার ছেলে শওকত (৩৮) কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী শওকত(৩৮) এর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা নং-০৪(০২)০৪, পেনাল কোড ৩৯৫/৩৯৭/ ৪১২ ধারা, জিআর- ১৪/০৪ মূলে গ্রেফতারী পরোয়ানা* মুলতবি রয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।