আনোয়ার হোছাইন ঈদগাঁও,কক্সবাজার:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনভুক্ত হলো কক্সবাজারের সাড়া জাগানো স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন" বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার'স সোসাইটি।
৪ এপ্রিল( মঙ্গলবার) কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবদু সালাম সিকদার স্বাক্ষরিত নিবন্ধন সনদটি সংগঠনটির নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । যার নিবন্ধন সনদ নং-যুঃউঃঅ/ সদর/০৯২।
এদিকে প্রাণের এ সংগঠনটি সরকারি নিবন্ধনভুক্ত সনদ পাওয়ায় সংগঠনের সদস্যরা মহান আল্লাহর নিকট অজস্র শুকরিয়া জ্ঞাপন করেন। নিবন্ধনভুক্ত হতে সহযোগিতাকারী সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের এডমিন মোহাম্মদ রিফাত খানঁ, এডমিন আফরাহী, এডমিন শাহেদ, এডমিন মিশুকসহ অত্র সংগঠনের সকল সদস্যবৃন্দ।এডমিন মোহাম্মদ রিফাত খাঁন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,অল্প বয়সি কিছু তরুণ মানবিক দিক চিন্তা করে এসব জনকল্যাণমুখী কাজ শুরু করে,আজ তার স্বীকৃতি হিসেবে শতাধিক সদস্যের এ সংগঠনটি সরকারি নিবন্ধনভুক্ত হওয়ায় আরো বহুগুণে সংগঠনের সদস্যরা এ কল্যাণমুখী কাজে সময় ব্যয় করবেন বলে তিনি আশাবাদী।
উল্লেখ্য , বিগত ২০১৭ সালের ১৭ জুন ২৫ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে এ সংগঠনটি ৷ পর্যায়ক্রমে সদস্য সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। শতাধিক সদস্য সদস্য সেই অদ্যাবধি সমাজের দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা করেছেন। এছাড়া প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত প্রায় ৯ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ায়। করোনাকালে ৮০০ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, অর্ধশতাধিক রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প, ১২ টি মেডিকেল ক্যাম্প( ফ্রি চিকিৎসা) কোরআন শরিফ বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, বন্য দুর্গতের খাবার বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং এর বিরুদ্ধে গণসচেতনতা মূলক কর্মসূচি পালন, বৃক্ষ রোপণসহ বিভিন্ন সমাজ উন্নয়ন মূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে সংগঠনটি।
এদিকে ঈদগাঁও উপজেলা কেন্দ্রিক শতাধিক তরুণের সমন্বয়ে গড়ে উঠা সংগঠনটি সরকারি নিবন্ধনভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করায় অত্র সংগঠনের কর্মকর্তা ও সদস্যদের অভিনন্দন জানিয়েছেন ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ। তারা আগামীতে আরো বৃহৎ পরিসরে এ জনকল্যাণমুখী কর্মকাণ্ড অত্র সংগঠনের সদস্যরা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন