চট্টগ্রাম প্রতিনিধিঃ
ফটিকছড়িতে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সোহেল নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ি ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন জাফর ও কামাল নামে আরও দুজন।
নিহত সোহেলের বাড়ি নারায়নহাট ইউনিয়নের শৈলকোপা গ্রামে। জানা গেছে, নিহত সোহেলসহ আরও দুজন মোটরসাইকেল করে কেনাকাটার জন্য ফটিকছড়ি সদর বিবিরহাট আসছিল।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছলে ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।
নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই পরিমল জানান, আমরা খবর পেয়ে হাসপাতালে আসছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।