নিজস্ব প্রতিবেদক
সম্পূর্ণ আমপারা অর্থসহ লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থী এবং আইডিয়াল ইন্সটিটিউট স্কুল এন্ড কলেজ থেকে অর্থসহ কুরআন অধ্যয়ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়েছেন।

গোল্ডেন জেনারেশন-জিজিবি নামক সামাজিক সংগঠনের সামান্য উদ্যোগে
পবিত্র রমজান মাসে হাজারের উর্ধ্বে শিক্ষার্থী পবিত্র কুরআন অধ্যয়ন করেছে।

পরীক্ষায় সবগ্রুপে পরীক্ষায় বিজয়ী হয়েছে ৩৬৬ জন শিক্ষার্থী। প্রথম ও দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে প্রায় পাঁচ লক্ষ টাকার পুরষ্কার প্রদান করবে জিজিবি।

২য় ধাপে পরীক্ষা হবে ১৫ এপ্রিল (২৩ রমজান, শনিবার) সকাল ১০টায়।

বিজয়ী সবাইকে নগদ অর্থের পাশাপাশি ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।

সকল পর্যায়ের ফলাফল পেতে নিচের লিংকে ক্লিক করুন..

কক্সবাজার জেলার অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের ফলাফল এই লিংকে —
https://drive.google.com/file/d/13qmar8cYrlo8fojqxd_m1Q_wEPVGZjen/view?usp=share_link

আইডিয়াল ইন্সটিটিউট স্কুল এন্ড কলেজ হতে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের ফলাফল নিচের লিংকে…
https://drive.google.com/file/d/1d4loLplvTGSXeRq-XnGdurYP_WF7QIu7/view?usp=share_link