প্রেস বিজ্ঞপ্তিঃ
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ এপ্রিল রবিবার শহরের কলাতলী হোটেল অস্টার ইকো তে অনুষ্ঠিত
আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী।
জেলা সেক্রেটারি এ.আর.এম ফরিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত বদর দিবসের আলোচনাসভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা মাও হাফেজ হারুনর রশিদ. ডা মোহাম্মদ আমিন, উলামা মশায়েখ আইম্মাপরিষদ জেলা সভাপতি মাও, মুহসেন শরীফ, মা’ হাদ আন নিবরাসের প্রিন্সিপাল মাও, জিয়াউল হক, মুফতি আব্দুল গফুর নদীম, মাও, মোহাম্মদ শোয়াইব, প্রভাষক রাশেদ আনোয়ার, প্রভাষক আলী আছগর, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান, সাংবাদিক শামসুল হক শারেক, কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝু, ক্বারীআবু নাছের, যুব নেতা নুরুল ইসলাম, ছাত্র নেতা জুনাইদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস। বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও বিপ্লবী রাষ্ট্রনায়ক হযরত মুহাম্মদ (সাঃ) এর নেতৃত্বে ইসলামের মহান আদর্শকে সামনে নিয়ে মানব জাতির সার্বিক কল্যাণে প্রতিষ্ঠায় বাতিলের বিরুদ্ধে হকের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল ঐতিহাসিক এই দিনে। মাত্র ৩১৩জন ঈমানদীপ্ত নিরস্ত্র মুসলিম বাহিনীর সামনে সেদিন স্বশস্ত্র হাজারো নাস্তিক বে-দ্বীন রা পরাজয় বরণ করে, যা মুসলমানদের কালজয়ী ঈমানের স্বাক্ষ্য বহন করে।
আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন স্থান থেকে আগত উপস্থিত পেশাজীবি, শ্রমজীবি ও সুধীজনের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দোয়া ও ইফতারের মধ্যদিয়ে ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভার কাজ শেষ করা হয়।#
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।