সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের নতুন পরিচালক ইঞ্জিনিয়ার মংলাছেন লা এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন রাখাইন ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। রবিবার (০৯ এপ্রিল) সন্ধ্যায় রাখাইন বুড্ডিষ্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কাযার্লয়ে এই শুভেচ্ছা বিনিময় করা হয়।

এসময় ইঞ্জিনিয়ার মংলাছেন লা বলেন, রাখাইন যুবকদের বেশি বেশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করতে হবে। যাতে দেহ ও মন সুস্থ থাকে। খেলাধুলায় জড়িত থাকলে মাদকসহ নানা অপরাধ থেকে দূরে থাকা যাবে। পাশাপাশি রাখাইন মাতৃভাষা প্রসারতায় সবাইকে ভূমিকা পালন করতে হবে।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন রাখাইন বুড্ডিষ্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের অর্থ সচিব উ থৈন ছা, রাখাইন ক্রীড়া সংস্থার চেয়ারম্যান সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল, রাখাইন ক্রীড়া সংস্থার সভাপতি মংছেন য়াইন, সহ—সভাপতি উসেন থোয়েন, মং ম, সাধারণ সম্পাদক জ জ, যুগ্ম সাধারণ সম্পাদক আক্য, সদস্য মং কিংজ, ক্যাঞ্চ হ্লাসহ আরও অনেকেই।