প্রেস বিজ্ঞপ্তি:
আগামী ২৪ এপ্রিল ২০২৩ ইং ঐতিহ্যবাহী হ্নীলা আলফালাহ্ একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন আলফালাহ্ একাডেমি অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক অনুষ্ঠিতব্য গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৩ এর রেজিস্ট্রেশনের সময়সীমা আরো ২ দিন বর্ধিত করা হয়েছে।
ব্যাচভিত্তিক প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় আজ এই সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে জানিয়েছেন এসোসিয়েশনের সভাপতি কক্সবাজার সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মু. ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক জনাব ডাঃ আবু বকর আল মামুন। ইতোমধ্যে প্রায় ২৫০ জন প্রাক্তন শিক্ষার্থী মিলনোৎসবে অংশগ্রহণ নিশ্চিত করেছেন বলে জানা গেছে। মিলনোৎসবে অংশ নিতে ইচ্ছুক অ্যালামনাইদের আগামী ১২ এপ্রিলের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন এসোসিয়েশনের কার্যকরী পর্ষদ।