ইমাম খাইর, সিবিএনঃ
কক্সবাজারে নারী নির্যাতন মামলার পৃথক ধারায় মোঃ ইমরান নামের আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুানাল নং-১ এ নারী-৯৯/২০২০ শুনানি শেষে বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামি ঈদগাঁও মধ্যম মাইজ পাড়ার আব্দুল গণির ছেলে। রায় ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট রাজিয়া সুলতানা শারমিন।
রাষ্ট্র পক্ষের পিপি এডভোকেট বদিউল আলম সিকদার জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ ধারা এবং একই আইনের ৯ (১) ধারার আলোকে সাজা দিয়েছেন বিচারক। উভয় সাজা একত্রে চলবে। অর্থদণ্ড আলাদাভাবে আদায় করতে হবে।
তিনি জানান, ক্ষতিপূরণের টাকা ভিকটিম শিশুর পরিবারকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
ক্ষতিপূরণ আদায় হলে অর্থদণ্ডের পরিবর্তে সাজা মওকুফ হবে।