উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা একমাস পিছিয়ে আগস্টের মাঝামাঝি অনুষ্ঠিত হতে পারে। এর আগে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এই পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। পরীক্ষা পিছিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা একমাস পিছিয়ে ৩০ মে থেকে শুরু করার নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ কালের কণ্ঠকে বলেন, এইচএসসি পরীক্ষার দিন তারিখ আগেও চূড়ান্ত করা হয়নি। জুলাইয়ে পরীক্ষাটি নেওয়ার পরিকল্পনা ছিল। তবে সেই অবস্থান থেকে সরে এসে এখন আগস্টে পরীক্ষা নেওয়ার বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এখনও শিক্ষাক্রম অনুযায়ী পাঠদান শেষ করতে না পারায় পরীক্ষাটি পেছানোর সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষাটি পিছিয়ে নেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রীকে জানানো হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে তারিখ চূড়ান্ত করবেন।
এবারের এইচএসসি পরীক্ষার্থীরা ২০২১ সালে করোনা মহামারির কারণে নৈর্বাচনিক ৩ বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিয়েছে। এসএসসি পরীক্ষা প্রতিবছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হলেও করোনার কারণে তা পিছিয়ে ১৪ নভেম্বর থেকে শুরু হয়েছে। এসব শিক্ষার্থীরা ২০২২ সালের ২ মার্চ থেকে সশরীরে ক্লাস শুরু করেছে। এইচএসসিতে দুই বছরের শিক্ষাক্রমে জুন পর্যন্ত এসব শিক্ষার্থীরা ক্লাস পাবে মাত্র ১৫ মাস।