বলরাম দাশ অনুপম:
প্রভুপাদ শ্রীল হরগোবিন্দ ভক্তি সিদ্ধান্ত রত্নাকর গোস্বামী গুরুমহারাজের ৩৭তম তিরোধান তিথি উপলক্ষে ৩ দিনব্যাপি বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) চন্দনাইশের গাছবাড়িয়া শ্রীশ্রী রাধামাধব ভবন সচ্চিদানন্দ ধাম প্রাঙ্গনে নগর কীর্তন, শ্রীশ্রী রাধামাধবের অর্চ্চনা, গুরু মহারাজের সমাধীপীঠ এর অভিষেক, দীক্ষাদান, ভোগরাগ, অন্নপ্রসাদ আস্বাদন, ভজন সংগীত (পরিবেশনায় প্রভুপাদ শ্রীল মিলন গোস্বামী শিল্পীগোষ্ঠি), শিষ্য সম্মেলন ও নতুন আঞ্চলিক কমিটির অভিষেক, তুলসি আরতি, অষ্টপ্রহরব্যাপি শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভ অধিবাস (পৌরহিত্য করবেন প্রভুপাদ শ্রীল মিলন গোস্বামী গুরু মহারাজ), লীলা কীর্ত্তন পরিবেশনায় বড়ুয়া আদমদীঘির বিশিষ্ট লীলা কীর্ত্তনিয়া শ্রীমতি সুজাতা মোহন্ত।
১৪ এপ্রিল (শুক্রবার) প্রভুর জয়গান, শ্রীশ্রী মহানামযজ্ঞের শুরু, শ্রীশ্রী রাধামাধবের অর্চ্চনা, দীক্ষাদান, মহাপ্রভুর ভোগরাগ, আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যারতি, অন্নপ্রসাদ আস্বাদন। ১৫ এপ্রিল (শনিবার) ঊর্ষালগ্নে নগরকীর্তন সহকারে নগর পরিক্রমা ও মহানামযজ্ঞের পূর্ণাহুতি। উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানের প্রতিটি পর্বে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলকে নিমন্ত্রণ জানিয়েছেন সভাপতি প্রভুপাদ শ্রীল মিলন গোস্বামী, সাধারণ সম্পাদক দেবব্রত পাল দেবু ও অর্থ সম্পাদক শিবু কান্তি দে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।