নিজস্ব প্রতিবেদক
সী ওয়ার্ল্ড ম্যানপাওয়ার এন্ড সিকিউরিটি লিমিটেডের ইফতার পার্টি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) শহরের একটি আবাসিক হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের এমডি মুহাম্মদ এরশাদ উল্লাহ খান।
তিনি বলেন, ডিজিটাল মার্কেটিং, আউটসোর্সিং ও সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান সী ওয়ার্ল্ড। আমরা সারাদেশে সিকিউরিটিসহ বিভিন্ন পদে জনশক্তি নিয়ে কাজ করছি। বর্তমানে কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেটে প্রায় ২০০ কর্মচারী ফিক্সট সেলারিতে কাজ করছে। রিসিপশন ম্যানেজার, সিকিউরিটি গার্ড, ওয়েটার, হাউসকিপিং, কম্পিউটার অপারেটর, হসপিটাল ও অন্যান্য প্রতিষ্ঠানে আমাদের নিয়োগকৃত জনশক্তিগুলো যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
মুহাম্মদ এরশাদ উল্লাহ খান বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও দেশের বেকারত্ব দূরীকরণে যথেষ্ট ভূমিকা রাখছে সী ওয়ার্ল্ড ম্যানপাওয়ার এন্ড সিকিউরিটি লিমিটেড। স্বচ্ছ, আদর্শ ও মানবিক কোম্পানি হিসেবে সকলের আস্থা অর্জন করাই আমাদের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে গ্লুবাল ইসলামি ব্যাংক কক্সবাজার শাখার ব্যবস্থাপক মোঃ এনামুল হক, বসতি বে রিসোর্টের এমডি দেলোয়ার হোসেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক শহীদুল আলম,
টুয়াক সভাপতি এম. রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আজমল হুদা, সদর মডেল থানার ইন্সপেক্টর মিঠুন, হোটেল বে কুইনের এমডি ইকবাল হোসেন, গোল্ডেন হিলের এমডি আবদুল হান্নান, প্রগতি লাইফ কক্সবাজার অফিস ইনচার্জ রফিকুল আলম, বে টাচের ব্যবস্থাপক আওলাদ হোসেন, পর্যটন ব্যবসায়ী মুহাম্মদ শাহজাহান, শ্রমিক নেতা সাহাব উদ্দিনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তারা বক্তব্য রাখেন।