মোঃ খাইরুল এনাম

বছর ঘুরে আসিল বৈশাখ
রঙিন ছোঁয়া লাগিল মনে,
অতীত গ্লানি ধুয়ে মুছে নিস্পাপ
নবান্ন দিনে, নব বর্ষ বরণে।

আমুদে আপ্লুত কিশোরি, তরুণী
নবীন, প্রবীন, তরুণ, যুবা,
লাল পার শাড়ীতে সাজিছে তরুণী
পাঞ্জাবিতে যুবক, নন্দিত শোভা।

আহা! কি যে মজা লাগিছে মনে
বুঝার আছে কি, কিছু বাকী ?
একাকার হয়ে আনন্দ সরব প্রাণে
রঙ্গ জোয়ারে, চলছে মাখামাখি।

গায়ের প্রান্তরে, বট বৃক্ষ ছায়ায়
বসিছে নতুন বর্ষ বরণ মেলা,
নানান ফলের সুভাষ ছড়ানো ঘ্রাণে
হৈ হুল্লোড়ে, জমেছে নানান খেলা।

ঐতিহ্যের পান্তা ভাত, ইলিশ ভাজা
শহরে আয়োজনের পড়িছে ধুম,
পিঠা, পুলি, পায়েস রান্নায় নব বধূয়া
কাটিছে রাত, আসেনাতু চোখে ঘুম।

হালখাতা উৎসব, সাজানো দোকান
পুরনো হিসাব চুকিবে সবে,
নতুন বছরে মিষ্টি মুখর আমেজে
নতুন হিসাব খুলিবে তবে।

(কবি : পেকুয়ার মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি)।