প্রেস বিজ্ঞপ্তি:

হ্নীলার বিশিষ্ট শিক্ষানুরাগী, ব্যবসায়ী ও সমাজসেবক শেখ মুহাম্মদ রফিক বৃহস্পতিবার বিকাল ৫টায় হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী (হোয়াকিয়া পাড়া) গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি… রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুম রফিক হ্নীলার স্বনামধন্য ব্যবসায়ী মরহুম আবদুস সালাম কোম্পানির সেজ সন্তান। তিনি টেকনাফ উপজেলায় প্রথম প্রতিষ্ঠিত (১৯৯৪ সাল) কেজি স্কুল আলফালাহ্ একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য, হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি, হ্নীলা বাজার পরিচালনা কমিটির সভাপতি, হ্নীলা মিতালী সংঘের সেক্রেটারীসহ বহু সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন।

শেখ মোহাম্মদ রফিকের ইন্তিকালে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আলফালাহ্ একাডেমি অ্যালামনাই এসোসিয়েনের সভাপতি মুহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক ডাঃ আবু বকর আল মামুন, কার্যকরী পর্ষদ সদস্য ও প্রাক্তন সভাপতি আমিনুল্লাহ সাইফ, প্রাক্তন সাধারণ সম্পাদক ও কার্যকরী পর্ষদ সদস্য নুরুল ইসলাম, কার্যকরী পর্ষদ সদস্য ও প্রাক্তন সাধারণ সম্পাদক ফরিদ আলম, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আনিসুর রহমান, দপ্তর সম্পাদক সায়েম সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল্লাহ মানছুর, কার্যকরী পর্ষদ সদস্য হারুনুর রশিদ, আলমগীর সালাম পুলক, সেলিনা আক্তার, দিলরুবা খানম এবং মোহাম্মদ আজম পিংকেল।

আজ শুক্রবার বাদে জুমা হ্নীলা আলজামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাঠে মরহুমের জানাজার নামায অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।