হ্যাপী করিম,মহেশখালী:
বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন উপলক্ষে মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন'র সভাপতিত্বে এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএফএম শামীম, মহেশখালী থানার তদন্ত ওসি মীর আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশল কর্মকর্তা সবুজ কুমার দে, উপজেলা শিক্ষা অফিসার ভবরঞ্জন দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত, মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গিয়াস উদ্দিন'সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কলেজ, স্কুল শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।