আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
বাংলা নববর্ষ উপলক্ষে কক্সবাজারের টেকনাফে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪এপ্রিল) সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ শহীদ চত্বরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এরফানুল হক চৌধুরী,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন,উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ,উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা চিন্ময় বড়ুয়া,টেকনাফ সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।