নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ির মায়ানমার সীমান্তে ঘুমধুমে পুলিশ অভিযান চালিয়ে মায়ানমারের ১হাজার প্যাকেট সিগারেট,সিগারেট বোঝাই সিএনজি গাড়িসহ ২ ব্যক্তিকে আটক করেছে।
বুধবার ( ১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ তুমব্রুর ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে সন্দেহজনক সিএনজি (যার রেজিঃ নং কক্সবাজার থ ১১-৫৫২৩) তল্লাশি করে ১ হাজার প্যাকেট মিয়ানমারের তৈরি সিগারেট সহ (দুই) জনকে আটক করে।
আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মনির ঘোনা গ্রামের মৃত আবুল হোছনের পুত্র মো: আমিন (৩১), কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মনির ঘোনা গ্রামের ইয়াকুব আলীর পুত্র মো: দেলোয়ার হোসেন সোহেল (২৪)। উদ্ধারকৃত সিগারেট, জব্দকৃত সিএনজি গাড়ি ও আটককৃত ব্যক্ত্যিদ্বয়ের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা মামলা দায়ের করা হয়েছে জানান, নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা। এবং তিনি চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান ।