আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মী ও সকল শুভাকাংখীদের প্রতি বিনীত আবেদন
সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বোনেরা
আসসালামু আলাইকুম। নমস্কার। আদাব। আপনাদের সকলের প্রতি রইলো আমার গভীর শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা।
১২ই জুন সোমবার কক্সবাজার পৌরসভার সাধারণ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা আমাকে নৌকার প্রতীকের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন প্রদান করেছেন। আমি এ জন্য পরম করুনাময়ের কাছে শোকরিয়া এবং আওয়ামী লীগ ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞ।
আমি তৃণমূল থেকে মেধা, শ্রম, ত্যাগ, সততা ও নিষ্ঠার সাথে ওঠে আসা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের নিবেদিত প্রাণ একজন কর্মী। আমি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার পরীক্ষীত একজন কর্মী। বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার পৌর শাখার সভাপতি থেকে পর্যায়ক্রমে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি।
আমি কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে নিরবিচ্ছিন্নভাবে ৩ বার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। প্রায় ২ বছর ৮ মাস ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি প্যানেল মেয়র-১ পদে দায়িত্বরত আছি।
আমি মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কর্মী হিসেবে তাঁরই মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। তাই শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগ, সহযোগী অঙ্গ ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের সকল নেতাকর্মীদের বিশেষভাবে অনুরোধ করছি এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকা শেখ হাসিনার নৌকা, এই নৌকা জনগণের নৌকা। এই কোন নৌকা কোন ব্যক্তির নৌকা নয়, এই নৌকা আমি মাহবুবুর রহমানের ব্যক্তিগত নৌকা নয়। এই নৌকার বিজয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়, আওয়ামী লীগের বিজয়, তৃণমূলের বিজয়।
স্বাধীনতার প্রতীক এই নৌকার বিজয়ে আপনাদের সকলের সার্বিক পরামর্শ, সহযোগিতা, দোয়া ও সমর্থন বিনীতভাবে কামনা করছি।
আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা তৃণমূলের নেতাকর্মীদের প্রতি অত্যন্ত আস্থাশীল। তাই আমি ও প্রত্যাশা করি- তৃণমূলের নেতাকর্মীরা শেখ হাসিনার প্রতি আস্থা ও সম্মান রেখে আমার পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবেন। তৃনমূলের কর্মীরাই নৌকার বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এই বিজয় হবে মাননীয় প্রধানমন্ত্রীর বিজয়। এই বিজয় তৃনমূলের বিজয়।
পরম করুণাময় সৃষ্টিকর্তা আপনাদের সকলের মঙ্গল করুন। সকলের জন্য রইলো শুভ কামনা।
বিনয়াবত-
মোঃ মাহবুবুর রহমান চৌধুরী
কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী।