বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
মিথ্যা মামলা থেকে খালাস পেলেন মাওলানা মোহছেন শরীফসহ ৬ আসামি
প্রকাশিত - মে ৯, ২০২৩ ১:৩৪ পিএম
ইমাম খাইর, সিবিএন:
রামু রাজারকুল আজিজুল উলুম মাদরাসা ও এতিমখানার পরিচালক মাওলানা মুহাম্মদ মোহছেন শরীফসহ ৬ আসামিকে একটি মিথ্যা মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।
খালাসপ্রাপ্ত অন্যান্য আসামিরা হলেন, হাফেজ কামাল আহমদ, রায়হান উদ্দিন, বোরহান উদ্দিন, হাফেজ রাবিউল ইসলাম ও হাফেজ নাসির উদ্দিন।
মঙ্গলবার (৯ মে) দুপুরে জিআর মামলা নং-৮৮/১১ (রামু থানা) শুনানি শেষে এ রায় দেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিসেট্রট।
মামলার এজাহারভুক্ত অন্য দুই আসামি মোস্তাক আহমদ ও নবী হোসেন মৃত্যুবরণ করায় তাদেরকে দায়মুক্তি দিয়েছেন বিচারক।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট ইকবালুর রশীদ আমিন সোহেল।
মাওলানা মুহাম্মদ মোহছেন শরীফ সিবিএনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফতোয়ার বিরুদ্ধে আদালতের রায় ও অসম শিক্ষানীতি বাতিলের দাবিতে ২০১১ সালের ১২ ফেব্রুয়ারি রামু চৌমুহনি এলাকায় মিছিল করে সর্বস্তরের জনতা।
পরে পুলিশকে মারধর ও থানায় হামলার অভিযোগ তুলে ৮ জনের বিরুদ্ধে রামু থানায় মামলা করেন পুলিশ উপপরিদর্শক (এসআই) অচিন্ত হালদার।
তদন্ত প্রক্রিয়া, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মামলাটি ‘মিথ্যা’ বিবেচনায় সকল আসামিকে বেখসুর খালাস প্রদান করেছেন বিচারক।
দীর্ঘ একযুগ পরে মামলা থেকে খালাস পেয়ে মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন জানিছেন মাওলানা মুহাম্মদ মোহছেন শরীফসহ খালাসপ্রাপ্ত ৬ আসামি।
সেই সঙ্গে যেসব আইনজীবী, শুভাকাঙ্খি, বন্ধুমহল পাশে থেকেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Copyright © 2025 CBNBD.COM- News Portal Of Cox's Bazar. All rights reserved.