নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়ার রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সালেহ আহমদ (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

ঢাকা সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ মে বিকেল ৩ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামের বাসিন্দা। সাংসারিক জীবনে তিন ছেলে ও ৫ মেয়ে সন্তানের জনক।

মাওলানা সালেহ আহমদ চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার ভাইস প্রিন্সিপাল, রামু গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসা, গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ ছিলেন।
সর্বশেষ রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদরাসা থেকে ২০১৯ সালে অবসরে যান।

মরহুমের নামাজে জানাজা শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে দশটায় ফাক্রিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

শোক প্রকাশঃ
অধ্যক্ষ মাওলানা সালেহ আহমেদ রাজনৈতিক জীবনী বাংলাদেশ জামায়াত ইসলামীর উখিয়া উপজেলা শাখার ওলামা বিভাগীয় সম্পাদক ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল ও নায়েবে আমির মাওলানা নুরুল হক।
উপজেলার অফিস ও প্রচার অফিস সেক্রেটারী মোঃ রিদুয়ানুল হক জিসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যক্ষ মাওলানা সালেহ আহমেদ ইসলামী আন্দোলনের একজন মুখলেস, পরহেজগার সংগঠক ছিলেন। জাতি একজন দক্ষ নেতৃত্ব, শিক্ষাবিদ ও প্রাজ্ঞ আলেম হারালেন।