ইমাম খাইর, সিবিএন:
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠদের তালিকা প্রকাশ করছে কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এতে মাদরাসা পর্যায়ে ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান’ হলো কক্সবাজার হাশেমিয়া কামিল (মাসটার্স) মাদরাসা এবং ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন অধ্যক্ষ মাওলানা রহমত সালাম।

তাছাড়া একই প্রতিষ্ঠানের আব্দুল্লাহ আল মামুনকে ‘শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক’ ঘোষণা করেছে মাধ্যমিক শিক্ষা অফিস।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল স্বাক্ষরিত ১৭ মে’র অফিস আদেশসূত্রে এসব তথ্য জানা গেছে। মোট ২০টি বিষয়ে শ্রেষ্ঠদের নাম প্রকাশ করা হয়েছে।

তালিকায় ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান’ তালিকায় কলেজ পর্যায়ে সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং এবং স্কুল পর্যায়ে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত স্থান পেয়েছেন।

তিনটি শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কক্সবাজার সরকারি কলেজ ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে।