শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :

ঘূর্ণিঝড়ের আগে সতর্কতামূলক প্রচারণা এবং পরে উদ্ধার কার্যক্রমে কক্সবাজারের কুতুবদিয়ায় কাজ করে থাকে সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপি) অর্থাৎ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবকরা। তবে সেই সিপিপি নিয়ে নানা ধরনের অনিয়ম ও চরম হতাশা চিত্র দেখা দিয়েছে মাঠ পর্যায়ে। এতে তিনবছর পরপর পূর্ণ গঠনের নিয়ম থাকলেও দীর্ঘ ২৫ বছরও হয়নি দ্বীপের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পরিবর্তন । যারকারণে সেবার চাইতে কষ্টেই বেশি পাচ্ছে দ্বীপের জনসাধারণ। এ সিপিপির উপজেলা কার্যালয়ে অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর না থাকায় স্বেচ্ছাসেবকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এদিকে, সম্প্রতি ঘূর্ণিঝড় “মোখা” আতঙ্কে একদিকে কাঁপছিলেন দ্বীপের জনসাধারণ এ নিয়ে কোনো মাথাব্যথা ছিলেন না সিপিপির ৬৯ বয়সী উপজেলা টিম লিডার গোলাম রশীদ বাচ্চুর। এ নিয়ে তাঁর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান,১১’শ সিপিপি সদস্যের মধ্যে ৫৫০ জন পুরুষ ৫৫০ নারী। এর মধ্যে তো আর সবাই দায়িত্ব পালন করে না। টিম লিডার ও স্বেচ্ছাসেবকদের বয়সসীমার বিষয়ে জানতে চাইলে তিনি অফিসে দেখা করতে বলেন।

এ বিষয়ে সিপিপির স্বেচ্ছাসেবকরা অভিযোগ করে বলেন, উপজেলা, ইউনিয়ন ও ইউনিট টিম লিডারসহ শতাধিক স্বেচ্ছাসেবকের বয়সসীমা পার হয়ে গেছে। একই পরিবারের একাধিক সদস্য বহাল আছেন স্বেচ্ছাসেবক পদে। বিভিন্ন ইউনিয়নের অকার্যকর ইউনিটকে কাগজে-কলমে দেখানো হচ্ছে সক্রিয়। এ ছাড়া,
ঘূর্ণিঝড়ে যাতায়াতের জন্য যে মোটরসাইকেল দেয়া হয়েছে। ব্যবহার না করে বিল উঠেয়ে নেন উপজেলা টিম লিডার এবং ঠিকমত অফিসও করেন না তিনি। স্বেচ্ছাসেবক কল্যাণ তহবিলে নয়ছয়, ইউনিট টিম লিডারের ইউনিয়নের বদলে উপজেলার বাইরে বসবাস করার কারণে মাঠ পর্যায়ে এ অবস্থা এবং নির্বাচনের মাধ্যমে পূর্ণ গঠনের দাবি জানান তাঁরা।

কুতুবদিয়ায় উপজেলা সিপিপি সহকারী পরিচালক মাহাতাবুল ভারী সিপিপি পূর্ণগঠনের বিষয়ে জানতে চাইলে তিনি দৈনিক যায়যায়দিনকে জানান,নতুন যোগদান করাতে বিষয়টি তাঁর জানা নেই। বয়সসীমা পার হওয়ার বিষয়ে জিজ্ঞেসা করলে তিনি কতৃপক্ষের সাথে কথা বলে খুব শীঘ্রই পূর্ণগঠন করে কুতুবদিয়া সিপিপিকে স্মার্ট ইউনিট হিসেবে ঘোষণা দিবেন বলে জানান তিনি ।