মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এর পদ থেকে কায়সারুল হক জুয়েলকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার ১৯ মে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কায়সারুল হক জুয়েলকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

তবে কায়সারুল হক জুয়েল
গত ১৬ মে স্বেচ্ছাসেবক লীগের কক্সবাজার জেলার সদস্য সচিব এর পদ থেকে পদত্যাগ করে ২ পৃষ্ঠার লিখিত পদত্যাগ পত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণ করেছিলেন। পদত্যাগ এর ৪ দিন পর তাঁকে বহিষ্কারের আদেশটি হাস্যকর বলে মন্তব্য করেছেন কায়সারুল হক জুয়েল এর অনুসারীরা।

কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল আওয়ামী লীগের কক্সবাজার জেলার আমৃত্যু সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম এ.কে.এম মোজাম্মেল হক এর কনিষ্ঠ পুত্র। তাঁর বড় ভাই মাসেদুল হক রাশেদ আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে নাগরিক কমিটির মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।